খুলনার কয়রায় ৫২০ কেজি অবৈধ চিংড়ি মাছ সহ আটক ২ জন

জি এম জিয়াউল হাসান জিল্লুর কয়রা প্রতিনিধি ঃ
কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ৫২০ কেজি সুন্দরবন হতে বিষ প্রয়োগ করে মারা অবৈধ চিংড়ি মাছ সহ ২ জন পাচারকারীকে আটক করেছে। পুলিশ জানায়, ২৮ আগস্ট (সোমবার) ভোর ৬ টার দিকে কয়রা থানার এসআই ফরিদুজ্জামানের নেতৃত্বে উপজেলার বিনাপানি স্লুইচ গেট সংলগ্ন এলাকা হতে এ সকল অবৈধ চিংড়ি মাছ সহ তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন বিনাপানি গ্রামের শফিকুল বিশ্বাসের পুত্র হাসানুজ্জামান ওরফে কলিম (৩৫) ও পাথরখালী গ্রামের হযরত মোল্যার পুত্র আব্দুল্যাহ আল মামুন (২৫)। কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, নৌকা যোগে নিয়ে এসে ৯ টি বস্তা ও ৩ টি ক্যারেটে রাখা অবস্থায় মাছ সহ পাচারকারীদের আটক করা হয়েছে। এ সময় নৌকা নিয়ে তাদের সাথে থাকা অন্যরা পালিয়ে যায়। এ ব্যাপারে কয়রা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যাক্তিদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ