খুলনায় ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা
আপডেটঃ সেপ্টেম্বর ৩, ২০২৩ | ১১:২৩
63 ভিউ
খুলনায় ডিএনসির অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোল্লা জাহাঙ্গীর আলম,খুলনাঃ খুলনার লবণচরা থানাধীন কৃষ্ণনগর এলাকা হতে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি দল একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। ৩ আগষ্ট রবিবার সকালে এ অভিযান চালায় খুলনা ডিএনসি।আসামীর কাছে থেকে ৪০০ পিচ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আসামীর নাম মোঃ সোহাগ হাওলাদার (২৮), পিতা: মৃত সেলিম হাওলাদার সাং- কৃষ্ণনগর,লবণচরা,খুলনা।গোপন সংবাদের ভিত্তিতে খুলনা ডিএনসি পরিদর্শক মো. বদরুল হাসান ফোর্স নিয়ে রবিবার সকাল ৮:৩০ মিনিটে কৃষ্ণনগর এলাকার মোঃ শফিকুল ইসলাম ওরফে নুর আলমের বাড়ীর ভাড়াটিয়া মোঃ সোহাগ হাওলাদারের বসতঘরে অভিযান চালিয়ে মাদক দ্রব্য উদ্ধার করে।এ সময় আসামীর ঘরবাড়ি তল্লাশি করে ৪০০ পিচ ইয়াবা উদ্ধার করে খুলনা ডিএনসি। এ অভিযানের সময়ে, খুলনা বিভাগীয় উপ-পরিদর্শক জনাব মোঃ রাকিবুল ইসলাম রাসেল, সহঃ উপ-পরিদর্শক মোঃ মনজুরুল বাসার, সিপাই যথাক্রমে মোঃ শরিফুল ইসলাম, মোঃ হালিমুজ্জামান, মোঃ বরকত, মোঃ শাহাজাদা,সুদেব কুণ্ডু, ওয়্যারলেস অপারেটের মোঃ তনিমা আহম্মেদ তনু উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ সময় উপস্থিত সাক্ষী (১) মোঃ মিজান শেখ (৪৮), পিতা- মৃত আমিরুল শেখ, মাতা- জাহানারা বেগম, সাং- কৃষ্ণনগর চরা (হাসনাবাদ সড়ক) থানা- লবনচরা, জেলা-খুলনা (২) মোঃ রাব্বি গাজী (৩৩), পিতা- আফসার গাজী, মাতা- কামরুন নেছা, সাং-কৃষ্ণনগর (ইউনুছ মার্কেটের পিছনে),থানা- লবনচরা, জেলা-খুলনাদের সম্মুখে আসামী মোঃ সোহাগ হাওলাদার (২৮) এর বসতঘরে প্রবেশ করে ইয়াবা জব্দ করা হয় এবং আসামীকে আটক করা হয়।পরিদর্শক মো.বদরুল হাসান বলেন, আসামী সোহাগ দীর্ঘদিন যাবৎ মাদকের ব্যবসা করছিল।গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মাদক সংরক্ষণ ও বিক্রির অপরাধে আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।