খুলনায়”হত্যা ,মাদক সহ একাধিক মামলার আসামিকে ৪৯”পিস ইয়াবাসহ আটক
মোল্লা জাহাঙ্গীর আলম খুলনা।
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২৩ | ১১:৩৪
70 ভিউ
খুলনায়”হত্যা ,মাদক সহ একাধিক মামলার আসামিকে ৪৯”পিস ইয়াবাসহ আটক
মোল্লা জাহাঙ্গীর আলম/খুলনা //খুলনার দিঘলিয়ায় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৯ পিস ইয়াবা সহ হত্যা ও মাদক মামলার আসামী সাবেক ইউপি সদস্য সেলিম শেখকে সোমবার ৪” সেপ্টেম্বর আটক করেছে।পুলিশ সূত্রে জানা যায়, খুলনা জেলার দিঘলিয়া উপজেলার নগরঘাটা ফেরিঘাটস্থ ভৈরব নদীতে অবস্থানরত বালু উত্তোলনের ড্রেজারে বসে ইয়াবার বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার এর দুপুর ৩টার দিকে দিঘলিয়া থানা পুলিশের এ এসআই তারেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।ঘটনাস্থল থেকে উপজেলার দেয়াড়া গ্রামের হায়দার শেখের পুত্র মাদক ও হত্যা মামলার আসামি সাবেক ইউপি সদস্য শেখ সেলিম( ৩২) কে আটক করে ।এ সময় তার নিকট থেকে সিগারেটের প্যাকেটে থাকা ৪৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য বালুর ড্রেজারের তিন শ্রমিককে থানায় আনা হয়েছে ।এ বিষয়ে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ রিপন কুমার সরকার বলেন , মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।সাবেক এই ইউপি সদস্য সেলিম শেখ এর বিরুদ্ধে হত্যা ,মাদক সহ একাধিক মামলা রয়েছে।তাকে সোমবার ৪৯ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে। সেলিম শেখ ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলে ধারণা করা হচ্ছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছিল।