কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০০৩ এর ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান, উদ্যোক্তা দেব্রত ও অলোকেশ
মোঃ মোকলেচুর রহমানঃ
আপডেটঃ জুন ১০, ২০২৫ | ৮:৪৯ 23 ভিউ
মোঃ মোকলেচুর রহমানঃ“এসো প্রাণের পথে মিলি, এসো জীবন খুঁজে ফিরি”—২০২৫’এই স্লোগানে মুখর ছিল কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ, যেখানে অনুষ্ঠিত হলো এসএসসি ২০০৩ ব্যাচের পুনর্মিলনী -২০২৫।( ৯ জুন) রোজ সোমবার সকাল ১১ টার সময় দিনব্যাপী এই আয়োজনে মিলিত হন কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৩ সালের এসএসসি পরীক্ষার্থী, শিক্ষকবৃন্দ, অভিভাবক, ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।অনুষ্ঠানে ছিল বন্ধুদের পুনর্মিলন, স্মৃতিচারণ, কৃতজ্ঞতা প্রকাশ, সাংস্কৃতিক পরিবেশনা ও মধ্যাহ্নভোজ। উপস্থিত ছাত্রছাত্রীরা দীর্ঘ ২২ বছর পর আবার একত্রিত হয়ে শৈশবের দিনগুলোকে স্মরণ করেন আবেগভরা পরিবেশে। শিক্ষকদের প্রতি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান, যেখানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয় স্মারক ও ফুলেল শুভেচ্ছা।অনুষ্ঠানে বক্তৃতা রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ, যারা ২০০৩ ব্যাচের ছাত্রছাত্রীদের সাফল্য ও সমাজে তাদের অবদানের কথা তুলে ধরেন।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, কবিতা ও নাট্যাংশ পরিবেশন করে ব্যাচের সদস্যরা। হাসি-আনন্দ, গল্প-স্মৃতি ও সংগীতের মেলবন্ধনে দিনটি পরিণত হয় এক অনন্য বন্ধনে।পুনর্মিলনী উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশিত হয়, যাতে স্থান পায় সেই সময়কার স্মৃতি, ছবি ও সহপাঠীদের বার্তা। আয়োজকেরা জানান, ভবিষ্যতে এমন মিলনমেলার আয়োজন আরও নিয়মিতভাবে করতে চান তাঁরা।এটি শুধু একটি পুনর্মিলনী নয়—এটি ছিল বন্ধন, ভালোবাসা ও কৃতজ্ঞতার উৎসব, যা প্রমাণ করে, সময় পেরিয়ে গেলেও স্কুলজীবনের বন্ধুত্ব আর শিকড়ের টান কখনও ফিকে হয় না।কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৩ ব্যাচের পুনর্মিলনী: ২২ বছর পর হৃদয়ের মিলন। কৈলাশগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীরা ২২ বছর পর একত্রিত হয়ে পালন করলেন এক স্মরণীয় পুনর্মিলনী। শিক্ষাজীবনের পুরোনো দিনগুলিকে মনে করে এক আবেগঘন পরিবেশে সাজানো হয়েছিল দিনব্যাপী এই আয়োজন।পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষভাবে সম্মানিত করা হয় বিদ্যালয়ের বরেণ্য শিক্ষকদের। তাঁদেরকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক, শ্রীমদ্ভগবদগীতা এবং মুসলিম শিক্ষকবৃন্দকে কুরআন শরীফ ও তসবি উপহার দিয়ে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো হয়।২০০৩ সালের এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০৪ জন। সময়ের ব্যবধানে অনেকেই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। ব্যাচের প্রথম বয় টমাস রায় বর্তমানে কানাডায় অবস্থান করছেন এবং একজন সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত।অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মুজিবুল হক মোল্লা। সার্বিক সঞ্চালনায় ছিলেন ব্যাচের দুই কৃতী শিক্ষার্থী ও বর্তমানে শিক্ষক পেশায় যুক্ত দেবব্রত সরদার ও অসিত গাইন।অনুষ্ঠানে ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের সরাসরি পাঠদানকারী শিক্ষকবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানে বাড়িয়ে তোলে এক অনন্য মর্যাদা ও আবেগের আবরণ। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন,বাবু বিমল কৃষ্ণ রায়, বাবু মানিক চন্দ্র গায়েন, বাবু পতিরাম রায়, বাবু কল্যাণ রায়, বাবু সন্তোষ রায়, বাবু সাধুচরণ রায়, বাবু কুমারেশ রায়, বাবু সুজিত কুমার রায়, বাবু সমারেশ রায় এবং বাবু মনোহর চন্দ্র দেশী।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক বাবু তাপস কুমার মন্ডল এবং সহকারী শিক্ষকবৃন্দ ও কর্মচারীবৃন্দ আনন্দ, স্মৃতিচারণ, শ্রদ্ধা এবং পুনর্মিলনের এই অসাধারণ আয়োজন ২০০৩ ব্যাচের শিক্ষার্থীদের জন্য একটি চিরস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রমাণিত হলো—সময় ও দূরত্ব কিছু সম্পর্ককে ভাঙতে পারে না; বরং বছর শেষে ফিরে এসে একত্রিত হয় হৃদয়ের টানে।
পোস্টটি শেয়ার করুনঃ
এই রকম আরও খবর
দাকোপ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স রাস্তা ও ঘাট বেহাল দশা দ্রুত সংস্কারের দাবি
দাকোপে শিশু অপহরণের চেষ্টা, উদ্ধারের পর সংঘর্ষে আহত ৩
কিন্ডারগার্টেন এসোসিয়েশন কতৃক আয়োজিত দুই দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা
দাকোপে শান্তিপূর্ণ ভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে
দাকোপে CARE-এর নেতৃত্বে প্রকল্প অবহিতকরণ কর্মশালা আয়োজনে নবপল্লব
দাকোপে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি,৬ দফা মেনে না নিলে কঠিন কর্মসূচির ঘোষণা
সর্বশেষ সংবাদ
দাকোপ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স রাস্তা ও ঘাট বেহাল দশা দ্রুত সংস্কারের দাবি
জুলাই ১৩, ২০২৫, ৬:৪২
দাকোপে শিশু অপহরণের চেষ্টা, উদ্ধারের পর সংঘর্ষে আহত ৩
জুলাই ৫, ২০২৫, ১১:০৯
কিন্ডারগার্টেন এসোসিয়েশন কতৃক আয়োজিত দুই দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা
জুলাই ৪, ২০২৫, ৮:৪১
দাকোপে শান্তিপূর্ণ ভাবে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে
জুন ২৬, ২০২৫, ১:৪৮
খুলনার দাকোপের বানিশান্তায় নারী ও শিশুর উপর হামলা,লুটপাট ভাংচুর
জুন ২৫, ২০২৫, ৪:৫৪
দাকোপে CARE-এর নেতৃত্বে প্রকল্প অবহিতকরণ কর্মশালা আয়োজনে নবপল্লব
জুন ২৫, ২০২৫, ৩:০৯
দাকোপে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি,৬ দফা মেনে না নিলে কঠিন কর্মসূচির ঘোষণা