কেএমপি’র পুলিশ কমিশনারের বয়রা পুলিশ লাইন স্কুল পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময়

মোল্লা জাহাঙ্গীর আলম /খুলনা //সোমবার ২৮শে” আগস্ট এর সকাল ১০ ঘটিকায় কেএমপি’র মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা মহোদয় বয়রা পুলিশ লাইনস্থ স্কুল পরিদর্শন ও শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।কেএমপি’র পুলিশ কমিশনার উপস্থিতে সকলকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের মহানায়ক ও স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি, বাঙালির আশার বাতিঘর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শহিদ জাতির জনক বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে রুহের মাগফিরাত কামনা করেন।কেএমপি’র পুলিশ কমিশনার তার বক্তৃতায় বলেন যে, শিক্ষকদের প্রমাণ করতে হবে একজন দুর্বল ছাত্রকে পরিপূর্ণ শিক্ষা দানের মাধ্যমে মেধা বিকাশ করে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা। একজন ভাল ছাত্রকে আরো ভাল করার মাঝে কোন কৃতিত্ব নাই।একজন শিক্ষকে প্রকৃত লক্ষ্য থাকবে জ্ঞানের আলো দিয়ে ছাত্রকে অসম্প্রদায়িক চেতনা গড়ে তোলা। আপনার ছাত্রদের অবশ্যই বড়দের প্রতি শ্রদ্ধাশীল, মাদক বিরোধী, ইভটিজিং মুক্ত এ ধরণের আদর্শ, মানবিক ও সামাজিক শিক্ষায় গড়ে তুলতে হবে।যে কোন ক্ষেত্রে সৃজনশীলতার অধিক গুরুত্ব দিতে হবে এবং মুখুস্ত পড়াশোনা পরিহার করতে হবে। ইংরেজী ও গণিত শিক্ষার পাশাপাশি অন্যান্য বিষয়ের উপর অধিক জোর দিতে হবে। শিক্ষা দানের প্রধান উদ্দেশ্য হওয়া উচিত জ্ঞানার্জন করা এবং ছাত্রদের মাঝে জ্ঞান আহরণের আগ্রহ সৃষ্টি করা।এ সময় আরো উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) জনাব শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং পুলিশ লাইন হাই স্কুল প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম-সহ পুলিশ অফিসারবৃন্দ এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

পোস্টটি শেয়ার করুনঃ