কেএমপি’র খালিশপুরকেএমপি’র খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য এ্যালকোহল এবং নগদ অর্থসহ ০২ (দুই) জন গ্রেফতারঃ থানা পুলিশের বিশেষ অভিযানে ২৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য এ্যালকোহল এবং নগদ অর্থসহ ০২ (দুই) জন গ্রেফতারঃ
আপডেটঃ আগস্ট ৩১, ২০২৩ | ৯:৫৭
64 ভিউ

কেএমপি’র খালিশপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ২৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য এ্যালকোহল এবং নগদ অর্থসহ ০২ (দুই) জন গ্রেফতারঃ
বিশেষ প্রতিনিধিঃ গত ৩০ আগস্ট ২০২৩ খ্রিঃ রাত্র অনুমান ১০:৩৫ ঘটিকার সময় খালিশপুর থানা পুলিশের অভিযানে উক্ত থানাধীন বৈকালী বাজার রোড ফাতেমা হোমিও ফার্মেসী ও শিশু মাতৃমঙ্গল চিকিৎসালয় এর মধ্যে উপস্থিত হয়ে ১) মোঃ মেহেদী হাসান(২০), পিতা-মোঃ মনির গাজী, সাং-বৈকালী ঝুড়িভিটা, থানা-খালিশপুর এবং ২) মোঃ হাফিজুর রহমান(২৭), পিতা-ডাঃ এম গাজী ওরফে শেখ মোসলেম আলী, সাং-রায়েরমহল পশ্চিম পাড়া আব্দুল মালেক সড়ক, থানা-আড়ংঘাটা, খুলনা মহানগরীদ্বয়’কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদ্বয়ের নিকট হতে ২৩০ বোতল অবৈধ মাদকদ্রব্য এ্যালকোহল এবং নগদ অর্থ আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদ্বয়ের বিরুদ্ধে খালিশপুর থানার মামলা নং-৩৮, তাং-৩১/০৮/২০২৩ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ২৪(ক)/২৪(খ) রুজু করা হয়েছে।