কুমিরের আক্রমণে নিহত সেই খায়রুলের স্ত্রী একঝাঁক ছাগলের খামারের মালিক
কুমিরের আক্রমণে নিহত সেই খায়রুলের স্ত্রী একঝাঁক ছাগলের খামারের মালিক
“সুতারখালী ইউনিয়ন প্রতিনিধি “
দাকোপের কালাবগি গ্রামে কুমিরের আক্রমণে নিহত খায়রুল ইসলামের স্ত্রীর ছাগল পালনের জন্য ছাগলের খামার তৈরি হয়েছে কালাবগি যুব ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায়।
জানা যায়,কালাবগি গ্রামের আরশাদ আলীর পুত্র নদীতে মাছ ধরতে গিয়ে খ কুমিরের মুখে পড়ে।
এমন ঘটনা ঘটে ঈদের একদিন আগে।খায়রুলের অন্ত:সত্ত্বা স্ত্রী মিনান্নাহার বেগম আছেন মায়ের বাড়ি উপজেলার কালিবাড়ির ধোপাদী গ্রামে।
জানা যায়, কালাবাগি যুব ফাউন্ডেশনের যুবকেরা খায়রুলের স্ত্রীকে ছাগল পালনের জন্য খামার গড়ে দেওয়ার সকল সরঞ্জাম নিয়ে।কালাবগি যুব ফাউন্ডেশনের যুবকরা হাজির হয় খায়রুলের শশুর বাড়িতে।
যুব ফাউন্ডেশনের সদস্যরা জানান,ছাগল পালনের জন্য আমরা প্রথমে ঘর তৈরির কাজ শুরু করতে চাই। এর পরে ধাপে ধাপে সকল কাজ সম্পন্ন করে ছাগল কিনে দিবো। সে আস্তে আস্তে তার জায়গা দাড়িয়ে যাবে।
তাছাড়া ঘর উঠতে সময় লাগবে মাত্র দুই/তিন দিন। তারপর পৌঁছে যাবে ১২টি ছাগল/ভেড়া। খায়রুলের স্ত্রী মিনান্নাহার হবেন সেই খামারের মালিক।
কালাবগী যুব ফাউনাডেশনের সকল যুবকদের জন্য শুভকামনা।