কালাবগি যুব ফাউন্ডেশন ৩ খাটাখালী স্পোর্টিং ক্লাব ০
কালাবগি যুব ফাউন্ডেশন ৩ খাটাখালী স্পোর্টিং ক্লাব ০
ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণ গুনারি টাইগার স্পোর্টিং ক্লাবের আয়োজনে এক বিরাট ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টর শুভ উদ্বোধনীয় খেলা
অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৩ ঘটিকায় শুভ উদ্বোধনীয় প্রথম ম্যাচে কালাবগি যুব ফাউন্ডেশন ও কাটাখালী স্পোর্টিং ক্লাব মোকাবেলা করেন। উক্ত খেলায় কালাবগি যুব ফাউন্ডেশন ৩-০ গোলে খাটাখালী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেন।প্রধান অতিথি হিসেবে খেলাটি উপভোগ করেন এ সময়ের সাহসী যুবক বর্তমান প্রজন্মের পথ চলার পথিক, যুবলীগ নেতা, শেখ সোহল ভাইয়ের স্নেহময় ছোট ভাই, দাকোপের কৃতিত্ব, সুতারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী নাজমুল হাসান। আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য মুরালী মহল হালদার হাফিজুর রহমানসহ কালাবগি যুব ফাউন্ডেশনের সকল নেতৃবৃন্দ।এ সময় গাজী নাজমুল হাসান আলোর খবরকে বলেন, লেখা পড়ার পাশাপাশি শরীর ও মন ভালো রাখার জন্য খেলাধূলার খুব প্রয়োজন। তাছাড়া বর্তমান প্রজন্মের জুয়া মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনতে খেলাধূলার বিকল্প নেই। তিনি আরো বলেন, সত্যি কারের মানুষ হতে হলে আগে সুন্দর মন তৈরি করতে হয়। তাই আমি আমার সুতারখালী বাসির পাশে সুখেদুখে আছি,চির জীবন থাকবো।