কয়রা(খুলনা)প্রতিনিধি : এম এম তৈয়্যবুর রহমান

খুলনার কয়রায় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত কয়রা সদর ইউনিয়নের ১৭ শ পরিবারে মাঝে মাননীয় প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে জি আরের চাউল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুর ১১ কয়রা সদর ইউনিয়ন পরিষদে ১ হাজার ৭শ পরিবারে মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।

কয়রা সদর ইউনিয়ন চেয়ারম্যান এস এম বাহারুল ইসলামের সভাপতিত্বে চাউল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলি বিশ্বাস।এসময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মামুনার রশীদ, প্যানেল চেয়ারম্যান লুৎফর রহমান, ইউপি সচিব এম এম রানা ও ইউপি সদস্যবৃন্দ।

এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় ক্ষতিগ্রস্তদের পাশে আছেন। রিমেল এ ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। তিনি বলেন, কয়রায় রিমেলে ক্ষতিগ্রস্তদের সরকারি ও বে সরকারি ভাবে সহযোগিতা অব্যাহত আছে। ইতিমধ্যে কয়রায় সরকারি ভাবে নগদ অর্থ বিতরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৯০ মেট্রিক টন চাউল বিতরণ কার্যক্রম চলমান আছে ।পর্যায়ক্রমে সকলকে সহায়তা করা হবে।

পোস্টটি শেয়ার করুনঃ