কয়রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
কয়রায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
জি এম জিয়াউল হাসান জিল্লুর কয়রা প্রতিনিধিঃ
কয়রায় জাঁকজমকের মধ্যে শেষ হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা। মহারাজপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন। প্রধান অতিথি হিসেবে ছিলেন মোঃ আকতারুজ্জামান বাবু এমপি খুলনা -৬.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম, কয়রা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, কয়রা সদর ইউনিয়নের চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, কয়রা সাংবাদিক ফোরামের প্রধান উপদেষ্টা ও কয়রা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খাইরুল আলম,এসময় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এসএম শফিকুল ইসলাম বলেন শিক্ষার পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলায় মনোনিবেশ করতে হবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রত্যেকটি উপজেলায় একটি করে মিনি ষ্টেডিয়াম তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছেন যেটা পর্যায়ক্রমে তৈরি হচ্ছে। খেলার প্রতি আমাদের মান আরো সুন্দর করতে হবে । প্রতি বৎসর উপজেলা সদরে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট খেলা ধরে রাখতে এই আয়োজন করা হয়। আমাদের ছেলেদের আরো সক্রিয় ভাবে একজন দেশসেরা ভালো ফুটবল খেলোয়াড় যাহাতে তৈরি করা যায়। পড়ালেখার পাশাপাশি খেলার প্রতি মনোযোগী থাকলে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করা যাবে একটা সমাজ একটা দেশ। দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এর জন্য যা যা করার দরকার সব শেখ হাসিনা ক্ষমতায় বলে আমাদের সম্ভব হয়েছে পরিশেষে তিনি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার জন্য দোয়া চান ।
প্রধান অতিথি চ্যাম্পিয়ান ট্রফি মহারাজ পুর ইউনিয়ন কে তুলে দেন।