কয়রায় খেলার মাঠ তৈরী করার সময় স্ট্রোক জনিত কারনে যুবকের মৃত্য।
আপডেটঃ মে ১৫, ২০২৩ | ৭:৫৮
66 ভিউ
- প্রধান নির্বাহী সম্পাদক,ওলি উল্লাহ
খুলনার কয়রা উপজেলা সদরের মদিনাবাদ গ্রামের মৃত মাহাতাব সানার ছােট ছেলে মােঃ বিল্লাল হােসেন (১৮) স্ট্রোক করে মারা গেছে।
গতকাল ১৪ মে রোজ রবিবার বিকাল আনুমানিক ৫ টা ৫০ মিনিটে বিল্লাল তার সহকর্মীদের সাথে ফুটবল খেলার মাঠ তৈরি করছিলেন।
ওই সময় উপস্থিত সহকর্মীরা সাংবাদিকদের জানান, বিলাল মাঠে বসে বসে মাঠের মধ্যে বড় বড় ঢিলা ভাঙ্গছিলেন।
হঠাৎ বিল্লালের বুকে ব্যাথা অনুভব করে।তাৎক্ষনিক ভাবে তাকে পার্শবর্তী একটি বে- সরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।
এবং চিকিৎসক তাকে মৃত্যু ঘােষণা করেন।এ অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।