ঐতিহাসিক চরমোনাইয়ের মাহফিল আখেরী মোনাজাত দিয়ে শেষ
ঐতিহাসিক চরমোনাইয়ের মাহফিল আখেরী মোনাজাত দিয়ে শেষ
ডেস্ক রিপোর্টঃ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে বরিশালের চরমোনাইয়ের মাহফিল শেষ হলো।গত ২৮ শে ফেব্রুয়ারী রোজ বুধবার আমিরুল মোজাহিদীন আলহাজ্ব হযরত মাও সৈয়দ মোঃ রেজাউল করিম পীর সাহেব হুজুরের বয়ানের মধ্য দিয়ে শুরু ঐতিহাসিক চরমোনাইয়ের মাহফিল। বরিশালের চরমোনাইয়ের সেরা এবং বিশ্বইজতেমার আয়োজনের পরের বিশ্বের তৃতীয় তম ইসলামিক আয়োজন। বরিশালের চরমোনাইয়ের ময়দানে লক্ষ লক্ষ ধর্ম প্রান মুসলিনেরা সমবেত হন।তাছাড়া জিকিরের ধন্নিতে রসুলের আদর্শের সুভাসে মুখরিত হয়ে ওঠে মাঠ-ঘাট, দোকান -পাট চলাচলের রাস্তা।জানা যায়,একটানা তিন দিন বুধ,বৃহঃ,শুক্রবার চলে এ মাহফিল।আজ ২রা মার্চ রোজ শনিবার ফজরের বয়ানের পরেই অর্থাৎ সকাল ৯ টা ৫মিনিটে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে পীর সাহেব হুজুর রেজাউল করিম চরমোনাইয়ের শ্রোতাদের বিভিন্ন নিয়ম-কানুনের ও ছবক প্রদান করেন। আখেরী মোনাজাতে বিশ্বের মুসলমানদের ও সকল মৃত্যু ব্যক্তির রূহের মাগফিরাত কামনা করেন।