এক রাতে পিয়াজের দাম দ্বিগুন দাকোপের কাচা বাজারগুলোতে প্রশাসনি মনিটরিং জরুরী
এক রাতে পিয়াজের দাম দ্বিগুন দাকোপের কাচা বাজারগুলোতে প্রশাসনি মনিটরিং জরুরী
ডেস্ক রিপোর্টঃ খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভার এলাকার বাজারসহ এলাকার সাপ্তাহিক হাট বাজার গুলোতে ইচ্চামত দাম গুনছে অসাদু ব্যবসায়ীরা। দাকোপের প্রানকেন্দ্র চালনা বৌমার গাছতলার বাজার, চালনার বড় কাচা বাজার।পাশাপাশি রয়েছে, আচাভুয়া বাজার, বাজারের ভিতর মাছিয়া চান্নি বাজার, আজ সাপ্তাহিক হাট রবিবারের পোদ্দারগন্জ বাজার। বাজার গুলো ঘুরে দেখা যায়, পিয়াজ,আলু,রসুনের দাম এক রাতেই দ্বিগুন বেড়েছে। তাছাড়া বাঁধাকপি, ওলকপির দাম প্রতি কেজিতে ১০ টাকা বৃদ্ধি। এক রাতের ব্যবধানে পিয়াজের মূল্য দ্বিগুন হওয়ায় ক্রেতাদের মনে বিভিন্ন কৌতূহল জেগেছে।পোদ্দারগন্জের একজন ভ্যানচালক ক্রেতা জানান, আমরা বর্তমান চাল, ডাল কিনতে কি গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তিনি বলেন, এখন শীতের মৌসুমে যদি তরিতরকারির দাম যদি এভাবে বাড়তে থাকে তাহলে, আমাদের মত কেটে খাওয়া সাধারণ মানুষের উপায় হবে কি? অপর দিকে পানখালীর ভ্যানচালক এক ক্রেতা আলোর খবরকে জানান, বর্তমান বাজারে কাচামালের দোকানে আসলে আলু পিয়াজ কিনলে সারা দিনের উপার্জনের টাকা শেষ হয়ে যায়। বাকী গুলো কিনতে চাইলেও পারি না। তিনি আরো বলেন, গত এক মাসে হঠাৎ আলুর দাম বেড়ে যায়। অন্যান্য জায়গায় যথেষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের বিশেষ ভূমি থাকলেও দাকোপের প্রশাসনের পক্ষ থেকে তেমন কোন ভূমিকা দেখা গেছে কি না? আমার জানা নেই! আমার বিশ্বাস প্রশাসনের থেকে ভূমিকা থাকলে আমার মত সাধারণ কেটে খাওয়া মানুষ গুলো রেহাই পেতো। তাই এমতাবস্থায় দাকোপের সাধারণ কেটে খাওয়া মানুষ ও সুশীল সমাজের সকলে দাকোপ উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং বাজার গুলো মনিটরিং মোবাইল কোর্ট পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন।