উপজেলা আওয়ামী লীগের সভাপতির রোষানলে এমপি বাবু খুলনা -৬
আপডেটঃ আগস্ট ২৫, ২০২৩ | ৮:১৫
134 ভিউ

কয়রা উপজেলা আওয়ামী লীগের শোক সভায়
কয়রা প্রতিনিধিঃ শোকাবহ আগস্ট মাসব্যাপী কয়রা উপজেলা আওয়ামী লীগের শোক সভা ও দোয়া অনুষ্ঠান এরই অংশ হিসাবে প্রত্যেক ইউনিয়নের এক এক দিন আলোচনা সভা মহারাজপুর ইউনিয়নের শোক সভায় জেলা পর্যায়ের অনেক শীর্ষ নেতা উপস্থিত ছিলেন সেখানে জেলা নেতৃবৃন্দ যখন বক্তব্য দিয়েছেন তখন কেউ কোনো শ্লোগান দেয়নি কিন্তু খুলনা -৬ আসনের কয়রা পাইকগাছার এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু বক্তব্য দেয়া শুরু করলে তখন তার অনুসারীদের মধ্যে গুটি কয়েক কর্মী শ্লোগান দেন, সেখানে খুলনা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি এ্যাডঃ সোহরাব আলী সানা সহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেমকুমার মন্ডল, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, জেলা আওয়ামী লীগের সদস্য মনিরুল ইসলাম মঞ্চে বসা ছিলেন তখন কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সফল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য জিএম মোহসিন রেজা এমপির বক্তব্যের ভিতরে উস্কানিমূলক বক্তব্য দিলেই তিনি প্রতিবাদ করেন ,এমপি বলেছেন আওয়ামীলীগ হচ্ছে একটি পরিবার একটি গণতান্ত্রিক দল এখানে কর্মীদের উস্বাস থাকবে এখানে শ্লোগান থাকবে একথা বলার সাথে সাথে এমপির লোকজন হৈচৈ করে ওঠে তখন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জি এম মোহসিন রেজা প্রতিবাদ করেন যেখানে সিনিয়র নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত। তাছাড়া প্রত্যেক টা শোকসভায় এমপির গুটি কয়েক কর্মী এমপি বক্তব্য দিলে শ্লোগান শুরু করেন। উপজেলা সভাপতি তখন এমপি কে বলেন দল টার বারো বাজায়েন না ,আমরা অনেক সৈয্য করেছি কিছু বলিনি পরবর্তীতে পরিস্থিতি শান্ত পরিবেশে ফিরে আসে।