ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা ও চালনা পৌরসভার কমিটি ঘোষণা


ডেস্ক রিপোর্টঃ গত ২৭ ফেব্রুয়ারী দাকোপ উপজেলার সোনালী ব্যাংক ও বাসষ্টান চত্বরে ইসলামি আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার আওতাধীন দাকোপ উপজেলা ও চালনা পৌরসভার- ২০২৫ সেশনের কমিটি গঠন সম্পন্ন হয়েছে। ইসলামি ছাত্র আন্দোলনের দাকোপ উপজেলার সভাপতি: মুহাম্মাদ তরিকুল ইসলাম, সহ-সভাপতি: মুহাম্মাদ ইব্রাহিম খলিল,সাধারণ সম্পাদক: এস এম সাজিদ হোসেন কে ঘোষণা করেন। এছাড়া ছাত্র আন্দোলনের চালনা পৌরসভা কমিটির সভাপতি: লোকমান ফকির,সহ-সভাপতি: আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক: আরাফাত জামিল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মাও আবদুল্লাহ ইমরান সভাপতি,ইসলামি আন্দোলন বাংলাদেশ,খুলনা। মোঃ ফরহাদ মোল্লা, সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা। ইসলামি আন্দোলনের খুলনা-১ আসনের মনোনীত প্রার্থী আলহাজ্ব আবু সাঈদ, আলহাজ্ব শায়খুল বিন হাসান,মাও ইলিয়াজ হোসেন, সভাপতি, ইসলামি আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখা, আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম (শফি) সাধারণ সম্পাদক, ইসলামি আন্দোলন দাকোপ উপজেলা শাখা,
মোঃ আল নোমান শেখ, খুলনা জেলা ইসলামি আন্দোলন, হাফেজ মোঃ ওসমান গনি, ইসলামি আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখা,মাষ্টার মোঃ রফিকুল ইসলাম, মুজাহিদ কমিটি দাকোপ উপজেলা শাখা,মোঃ আক্তার হোসেন, সাধারণ সম্পাদক, ইসলামি আন্দোলন বাংলাদেশ চালনা পৌরসভা কমিটি, মাও আবু ইউছুপ সিদ্দিকী, মাও দেলোয়ার হোসেন, আঃ কাদের হোসেনসহ প্রমুক। ওই সময় বক্তরা বলেন, কোরআন হাদিস ছাড়া কোন মানুষ তার শান্তি পাইনি আর পাবেও না। তাই সকলকে ইসলামি আন্দোলন বাংলাদেশে যোগ দেওয়ার আহবান জানান। সমাবেশ শেষে আসন্ন মাহে রমযানের পবিত্রতা রক্ষাসহ মাহে রমযানের আগাম বার্তা প্রদানে চালনা বৌমার গাছতলা হইতে বিশাল মিছিল মেইন মেইন সড়ক প্রদক্ষণ করে দাকোপ উপজেলা হেড কোয়ার্টার জামে মসজিদ চত্বরে শেষ হয়।