ডেস্ক রিপোর্টঃ ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন সনাতন ধর্মাবলম্বী গ্রাম্য চিকিৎসক ধীর কৃষ্ণ রায়। সোমবার (২ সেপ্টেম্বর) তিনি নিজের ইচ্ছায় সদস্য ফরম পূরণ করে দলে যোগ দেন। জানা যায়,সে খুলনার দাকোপ উপজেলার চালনা পৌরসভা এলাকার খলিশা গ্রামের মৃত অধীর ডাক্তারের পুত্র। ইসলামি আন্দোলন বাংলাদেশ দলে যোগদানের পর থেকে ব্যাপকভাবে
সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি দিয়ে পোস্ট দেখা যায়।এ বিষয় ইসলামী আন্দোলনের দাকোপ উপজেলা সাধারণ সম্পাদক ও জেলা কমিটির সংখ্যালঘু বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম জানান,ডাঃ ধীর কৃষ্ণ রায় নিজেই আগ্রহী হয়ে তাদের দলে যোগ দিয়েছেন। দলের গঠনতন্ত্র অনুযায়ী যে কোনো ধর্মের লোক এই দলে যোগ দিতে পারবে।এ ব্যাপারে ডাঃ ধীর কৃষ্ণ রায় জানান, ইসলামি আন্দোলন বাংলাদেশ একটি সুন্দর সু-শাসনের দল। এ দলের প্রধান একজন বড় মাপের আলেম সাহসী মানুষ। আমাকে দলে যোগদানের জন্য কেউ কোন চাপ প্রয়োগ করেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর কোনো ভয় বা আতঙ্ক নেই। নিজ ইচ্ছায় এ দলে যোগ দেওয়া হয়েছে। এছাড়া যোগ দিয়েছেন আরেক সনাতনী ধর্মীয় সুশীল সমাজের একজন একই চালনা পৌরসভা এলাকার গ্রাম্য ডাক্তার লিটন রঞ্জন জোয়ার্দার। তারা গণমাধ্যমকে জানান, বিভিন্ন সময় শফিকুল ইসলামের সাথে কথাবার্তা বা সৌজন্যে মাঝে মাঝে আমরা বসি ও তার কথা শুনি। তার কথা বার্তা শুনে আমাদের মনে প্রানে ভালো লেগেছে, কয়েক দিন ভেবে চিন্তে দেখলাম ও বুঝলাম দলটি ন্যায়ের ও অন্যায়ের বিরুদ্ধে কঠোর। তাইসে কারণে ইসলামী আন্দোলনে যোগ দেওয়া। তারা আরো জানান, একজন মুসলিমের আচার-আচরণ এমন হওয়া উচিৎ তার ধারা যেন কেহ কষ্ট না পায়। তাই আমি দেশের সকল নাগরিককে অনুরোধ করবো আপনারা আসুন, যাচাই-বাছাই করুন, সত্যের পথে ও ন্যায়ের পথে ইসলামি আন্দোলন বাংলাদেশ।

পোস্টটি শেয়ার করুনঃ