ইসলামি আন্দোলন বাংলাদেশ দাকোপে কমিটি গঠনে ব্যস্ত


ডেস্ক রিপোর্টঃখুলনা জেলার দাকোপ উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দলটি কমিটি গঠন নিয়ে ব্যস্ত সময় পার করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ডে কমিটি গঠন করে দলকে আরো শক্তিশালী করতে নেতাকর্মীরা মাঠে ঘাটে অক্লান্ত পরিশ্রম করে চলেছে। এর মধ্যে উপজেলার কামারাখোলা ইউনিয়ন চালনা পৌরসভা কমিটি ঘোষণা করা হয়। তাছাড়া ২৭ সেপ্টেম্বর রোজ শুক্রবার জুম্মাবাদ
বাজুয়া ইউনিয়নের পূর্নাঙ্গ কমিটিতে সভাপতি মাওলানা দেলোয়ার হুসাইন, সাধারণ সম্পাদক,মোঃ নুর আলী সরদারকে ঘোষণা করেন। কমিটি গঠনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দাকোপ উপজেলা ইসলামি আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মোঃ ইলিয়াস হুসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি হাফেজ আঃ কাদের, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম,মোঃ আরাফাত জামিল প্রমুখ।