ইলিশ প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২২ দিন চলবে

ডেস্ক রিপোর্টঃ ১২ অক্টোবর বুধবার রাত ১২ টার পর থেকে ২ নভেম্বর ২০২৩ পর্যন্ত ইলিশ মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। সরকার ঘোষিত এই ২২ দিন সারাদেশে ইলিশ মাছে আহরণ,পরিবহন,মজুদ, বাজারজাতকরণ,ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষেধ এবং দন্ডনীয় অপরাধ। বাংলাদেশ সরকার এ আইন অমান্যকারীর বিরুদ্ধে ১থেকে সর্বোচ্চ ২বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জেল জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত করার বিধান রেখে এক প্রজ্ঞাপন জারি করেছে।বনও মৎস অধিদপ্তর সুত্রে জানা যায়, জেলেদের জন্য এ ২২ দিনের খোরাকি রেশনের ব্যবস্থা করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুনঃ