ডেস্ক রিপোর্টঃ দাকোপ উপজেলার তিলডাঙ্গা ৭নং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য হেলাল উদ্দিনের এক মাত্র পুত্র ইমন (২৮) আর নেই।গত ১১ সেপ্টেম্বর উপজেলার তিলডাঙ্গা চৌরাস্তা নামক স্থানে চালনা থেকে মোটর সাইকেল যোগে নিজ বাড়ি গড়খালী ফিরার পথে। মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বিদ্যুৎ এর কুটির সাথে আঘাত লাগে। ওই সময় স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।পরে তার অবস্থার অবনতি দেখে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ বিকাল আনুমানিক ৫ টার সময় ইমন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যুবক ইমন দাকোপ উপজেলা বিএনপির যুবদলের নেতা আজমীর সানার আপন ভাতিজা।তার এ কাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পোস্টটি শেয়ার করুনঃ