আমাকে গাছ কাটতে বলেছে, মেম্বার অনাদী গাইন-ইলাহি হাওলাদার


ডেস্ক রিপোর্টঃ পরিবেশ বাঁচান,বেশি বেশি গাছ করে গাছ লাগান! আর সেই পরিবেশ যদি নষ্ট হয়! জনপ্রতিনিধিদের কারণে তাহলে উপায় কি?খুলনার দাকোপ উপজেলায় সরকারি গাছ কাটাকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন গুনজন আর সমালোচনা।গত ইং ৯ অক্টোবর সকাল আনুমানিক সাড়ে ৭ টার সময়। উপজেলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাস্তা উপর থাকা সরকারি গাছ কে বা কারা কেটে নিয়ে যাচ্ছে এমন সংবাদ গণমাধ্যম কর্মীদের কাছে আসে। ওই সময় সেখানে উপস্থিত হয়ে দেখা যায় গাছ কেটে পিস পিস এবং জ্বালানি কাঠ তৈরি করে রাখা হয়েছে একটি ফাঁকা জায়গায়। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজলার কৈলাশগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইলাহি হাওলাদার (৪০) এ সরকারি গাছ কেটেছে।এমন খবরে গণমাধ্যম কর্মীরা ইলাহি হাওলাদারের বাড়িতে সত্যতা জানার জন্য অবস্থান করে।তখন তাকে বাড়িতে পাওয়া যায় না। ওই সময় ইলাহির কন্যা নিকট গাছ কাটার বিষয় জানতে চাইলে বলেন, আমার বিবাহের অনুষ্ঠানে রান্না করার জন্য জ্বালানি কাঠ লাগবে।তাই,আব্বু গাছ কেটেছে! তাছাড়া এ বিষয় আব্বু ভালো বলতে পারবেন। গণমাধ্যম কর্মীরা কন্যার এমন ভাষ্য শুনে মোবাইল নম্বর সংগ্রহ করে ইলাহি হাওলাদারকে কল করা হয়।ইলাহি হাওলাদারের নিকট গাছ কাটার বিষয় জানতে চাইলে তিনি বলেন, জি, আমি গাছ কেটেছি! তা কি হয়েছে? আমি তো মেম্বারের বলেই সরকারী গাছে হাত দিয়েছি।এতে কি জেল জরিমানা ফাসি হবে আমার। তিনি আরো বলেন, অনাদী মেম্বার সব জানে।ওনার কাছে জেনে নিতে পারেন। পরে গাছ কাটার বিষয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবীর কুমার বাবুর নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি এ সম্পর্কে কিছুই জানিনা, কেউ আমাকে কিছু বলি নাই। আপনার কাছ থেকে এই সর্বপ্রথম শুনলাম। তবে সত্যি হলে অবশ্যই জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে ইউপি সদস্যের মোবাইল ফোনে একাদিক বার যোগাযোগ করার চেষ্টা করলে কোন যোগাযোগ করা সম্ভাব হয়না। পরে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রবীর কুমারের৷ মাধ্যমে যোগাযোগ করলে ইউপি সদস্য অনাদী গাইন বলেন, আমি সরকারি গাছ কাটতে বলি নাই। আমি কিছু ডালপালা কাটার কথা বলেছিলাম তার কন্যার বিবাহের অনুষ্ঠানে রান্না করার জন্য, অবশ্যই সরাসরি সাক্ষাৎতে কথা হবে। এমন কথা বলেই ফোন রেখে দেন। এখানে পরিষ্কার ভাষ্য ইলাহি হাওলাদারের সে মেম্বার অনাদী গাইনের কথা মতো গাছ কেটেছে। এলাকায় খবর নিয়ে জানা যায়,এ ছাড়া প্রতিনিয়ত গোপনে প্রকাশ্যে কিছু অসাদু ব্যক্তিরা এলাকার রাস্তার ধারের সরকারি গাছ কেটে বাড়ির আসবাস পাত্র তৈরিও করেছে। গাছ কেটে পরিবেশ নষ্ট করাসহ এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছে। এলাকাবাসির দাবি এখনই প্রশাসন যদি কঠোর পদক্ষেপ গ্রহন করে তাহলে এমন অপরাধ মুলক কাজ বন্ধ হওয়াসহ এ সব অসাদু ব্যক্তিরা পরবর্তীতে এমন সুযোগ পাবে না।