আজ পবিত্র মিলাদুন্নবী(সাঃ)
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২৩ | ৭:৫৪
125 ভিউ

আজ পবিত্র মিলাদুন্নবী(সাঃ)
ওলিউল্লাঃ নবী মোর পরশ মনি, নবী মোর সোনার খোনি,নবী নাম যপে যেন, সেই তো দুয়ানের ধনী। যথাযথ মর্যাদায় বিশ্বের মুসলিম আজকের দিনটি বিষেশ ভাবে স্বরণে দোয়া দুরুদের মাধ্যমে পালন করছে। আজ ১২ রবিউল আওয়াল মুসলিম ধর্ম মতে আজকের এই দিনে মহা মানব শ্রেষ্ঠ শিক্ষক, মানতার দরদী, যে জন্ম না নিলে পৃথিবীর জন্ম হতো না, যার অছিলায় আজ আমরা পৃথিবীর মুখ দেখছি। তিনি আর কেহ নয় হযরত মোহাম্মদ (সাঃ)। তিনি আজকে এই দিনে সুন্দর পৃথিবীতে এসেছিল এবং এ দিনেই তিনি পরলোক গমন করেন। ইসলামিক ইতিহাসে পরিষ্কার লিপিবদ্ধ রয়েছে যে, মক্কা মদিনায় হযরত পিতা আব্দুল্লাহ ও মাতা আমেনার কোল জুড়ে এ চাঁদ হযরত মোহাম্মদ( সাঃ) আলোকিত করে পৃথিবীর বুক। এক সময় অশান্তি খুন ঘুম হত্যা অপকর্মে জড়িত ছিল মানুষ। হিতাহিত বোধ, মানবিক চিন্তাচেতনা মানুষের মাঝে ছিল না। তার জন্মের পরেই পৃথিবীতে এক শান্তির আভাস সুঘ্রাণ জন্ম নেয়। পথ ভুলা মানুষ গুলো আলোকিত পথে পর্দারপন করে।আজকে বাংলাদেশের সকল মুসলিম এক সাথে আজকের দিনটি দোয়া দুরুদ মিলাদ মাহফিলের মধ্য দিয়ে পালন করছে। বাংলাদেশে একটানা তিন দিনের সাধারণ ছুটিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান গুলো। দাকোপ উপজেলার হেডকোয়ার্টার,আবুল হোসেন এতিমখানা, বিল্লালিয়া এতিমখানাসহ ইসালামিক সামাজিক প্রতিষ্ঠান স্কুল কলেজে মাদ্রাসাগুলো দিনটিকে যথাযথ মর্যাদায় স্বরণ করছে। পাশাপাশি আজকের দিনটিকে উদ্দেশ্য করে অনেক জায়গায় পাড়া-মহল্লায় তাবারাকের আয়োজনও করেছে।