আজ তেতুলিয়ায় পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের ঐচ্ছিক তাহবিল হতে দরিদ্র মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অদ্য০৬/০৭/২২ইং বিকাল ৫-টার সময় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদের হল রুমে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
২০২১-২০২২ অর্থবছরে পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের ঐচ্ছিক তহবিল হইতে এই অনুদানের চেক বিতরণ করা হয়।
চেক বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজাহারুল হক প্রধান এমপি আরো উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, তেঁতুলিয়া উপজেলা নিবার্হী অফিসার সোহাগ চন্দ্র সাহা সহ স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সহ উপকার ভোগীরা। এ সময় মাননীয় সংসদ তিনার বক্তব্যে বলেন জননেত্রী শেখ হাসিনার সরকার গনমানুষের সরকার কিভাবে মানুষকে স্বাবলম্বী করে তোলা যায় সেই দিক আমাদের সরকার প্রতিনিয়তই কাজ করে যাচ্ছেন।
এ সময় উপকারভোগীরা ঈদের আগে অনুদানের চেক পেয়ে অনেক উপকৃত ও তারা অনেক উচ্ছসিত।
এ সময় তারা মাননীয় সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ সহকারে কৃতজ্ঞতা প্রকাশ করেন।