আগামী দাকোপ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী গৌতম সরকার(কাঁকন)


ডেস্ক রিপোর্টঃ “এমন জীবন করিও গঠন,মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভূবন! সব কিছুরই শুরু আছে, তেমনি আছে শেষ, নতুন দিনের ডাক এসেছে, গড়তে পরিবেশ।সমগ্র দাকোপ উপজেলা জুড়ে স্ব স্ব ইউনিয়নে নতুন নেতৃত্বের আভাস পাওয়া যাচ্ছে। এলাকাবাসী নতুন নেতৃত্ব পাওয়ার অপেক্ষায় রয়েছেন। তারই ধারাবাহিকতায় এবার দাকোপ উপজেলার দাকোপ ইউনিয়নেও নতুন নেতৃত্বের অপেক্ষায় সেখানকার মানুষেরা। প্রান্তিক এই জনপদের গরীব দুঃখী অসহায় মানুষের পাশে সকল সময়ই উপস্থিত থাকেন ২নং দাকোপ ইউনিয়নের সাম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী গৌতম সরকার (কাঁকন)। সমগ্র উপজেলা জুড়েই বিভিন্ন দাতব্য সেবা নিয়ে তার উপস্থিতি।তিনি ইউনিয়নবাসীর নিকট দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করে চলেছেন। প্রায় দুই বছরের অধিক কাল পরে ইউপি নির্বাচন। আগে ভাগেই তিনি এবার নেতৃত্ব দানে সকল প্রস্তুতি সম্পন্ন করে নেমে পড়েছেন মাঠে। দাকোপ ইউনিয়নের সাহেবের আবাদের কৃতিসন্তান কন্ঠশিল্পী, গীতিকার, লেখক, কবি ও মানবিক গুণাবলীর অধিকারী, উদার মনের সাহসী কলম সৈনিক গৌতম সরকার কাঁকনের একাদিক পদপদবী রয়েছে। তিনি বীর মুক্তিযোদ্ধা, মহান স্বাধীনতার শব্দ সৈনিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম গীতিকার, সুরকার ও কন্ঠ শিল্পী প্রয়াত মনোরঞ্জন সরকারের সন্তান। দীর্ঘ দিন উপজেলা ও জেলা আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। দলের নেতা কর্মীদের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছেন। দলের জন্য উৎসর্গ করেছেন নিজেকে। দলকে দিয়েছেন নিঃস্বার্থ শ্রম আর সৎ পথে অর্জিত যৎসামান্য অর্থের প্রায় সবটাই। সব মিলিয়ে তার চলা ফেরা,আচার আচরন আর আজন্ম আর্ত পিড়ীতের সেবায় সবটুকু সাধ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ার চরিত্রগত বৈশিষ্ট্যের কারণে দাকোপ ইউনিয়নের সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধ ভাবে, মিলেমিশে তার অনুকূলে কাজ করার প্রস্তুতি নিয়েছেন বলে জানা যায়।পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন এলাকা ও ওয়ার্ড ঘুরে জনমতের ভিত্তিতে জানা যায়, এবার দাকোপ ইউনিয়নবাসী নতুন মুখের প্রত্যাশী। সবার মুখে একটাই কথা নিঃস্বার্থ, মানবিকপ্রাণ, সাহসী, মিশুক, সদালাপি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী,লড়াকু সৈনিক গৌতম সরকার (কাঁকন)কে চেয়ারম্যান হিসেবে পেতে চান। জনগনের এমন ভাষ্যের উপর গৌতম সরকার কাঁকন বলেন, আমি দাকোপ উপজেলার সাহেবের আবাদের সন্তান, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা।এদেশের মানুষের জন্য যুদ্ধ করেছেন। আজ আমরা যে ভাষায় কথা বলছি তা আমাদের রক্তার্জিত। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদ ও সকল বীর মুক্তিযোদ্ধাকে আমি শ্রদ্ধাবনত অভিবাদন জানাই। তাদের বিদাহী আত্মার শান্তি কামনা করি। তিনি আরো বলেন, আমাকে জনগন চাইতে পারে এটা দোষের কিছু নয়। জনগন আমাকে ভালোবাসেন।আমি শুধু আমার ইউনিয়ন নয়, গোটা দাকোপ উপজেলাবাসীর ভালোবাসা পেয়েছি। ছোট্ট জীবনে এটিই আমার সব থেকে বড় অর্জন। জনপ্রতিনিধি হয়ে আমি আমার প্রান্তিক মানুষের সেবায় আরও প্রতক্ষ্য ভাবে কাজ করতে চাই। অবশ্য প্রতিনিধি হয়ে সেবা করতে হবে এমন কোন কথা নেই।জনপ্রতিনিধি না হয়েও সেবা করে চলেছি আর তা অব্যাহত থাকবে। আমি আমার প্রিয় মানুষদের সকল ভালোমন্দের সাথে আছি থাকবো।