আখেরী মোনাজাতে লাখো মুসলিম কান্নায় চরমোনাইয়ের মাহফিল

আপডেটঃ নভেম্বর ২৫, ২০২৩ | ৬:১৯
153 ভিউ


আখেরী মোনাজাতে লাখো মুসলিম কান্নায় চরমোনাইয়ের মাহফিল
মোঃ কামরুল ইসলাম গাজীঃ বরিশাল বিভাগের ঐতিহাসিক চরমোনাইয়ের ময়দানের মাহফিল আখেরী মোনাজাতের মধ্য দিয়ে আজ সকাল সাড়ে ১০ টায় শেষ হয়েছে। মাহফিলে সুত্রে জানা যায়, গত ইং ২৩ নভেম্বর রোজ বুধবার হইতে ১০০ তম মাহফিলের আসর বসে। এ মাহফিলে এবার লাখ লাখ মুসলিম দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে অংশ গ্রহন করেন। পাশাপাশি দেশবিদেশী দেশবরেণ্য ওলামায়েকেরাম গন কোরআন থেকে আলোচনা নসিহত পেশ করেন।