আখাউড়া হীরাপুর গ্রোমের ১৯ মামলার আসামী আউয়াল ২০ বোতল স্কফ সিরাপ সহ গ্রেফতার
লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)
আপডেটঃ আগস্ট ২৬, ২০২৩ | ৫:০৭
83 ভিউ
আখাউড়া হীরাপুর গ্রোমের ১৯ মামলার আসামী আউয়াল ২০ বোতল স্কফ সিরাপ সহ গ্রেফতার
লায়ন রাকেশ কুমার ঘোষ
(স্টাফ রিপোর্টার)ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পুলিশের বিশেষ অভিযানকালে এসআই মোঃ আবির আহম্মেদ সঙ্গীয় অফিসার এএসআই মোঃ আল আমিন ও ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫/০৮/২০২৩ তারিখে, সন্ধ্যা ০৬.০০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া দক্ষিণ ইউপিস্থ হীরাপুর এলাকায় আসামী আওয়াল খন্দকার এর বসত বাড়ীর পূর্ব পাশে রজত আলী ভূইয়ার বাগানের ঝোপের মধ্যে হতে হইতে মাদকদ্রব্য (বিশ) বোতল স্কাফ সিরাপ সহ আওয়াল খন্দকার(৬০),কে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে, পিতা-দুরবাজ খন্দকার, মাতা-শোহরা বেগম, সাং-হীরাপুর(খন্দকার বাড়ী), ইউপি-আখাউড়া দক্ষিণ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বেও ১৪টি মাদকদ্রব্য আইনের মামলা ,০২টি অন্যান্য ধারায় মামলা ও ০২টি বিশেষ ক্ষমতা আইনের মামল এবং ০১টি খুন মামলা সহ সর্বমোট ১৯টি মামলা রয়েছে।অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম জানান, গ্রেফতারকৃত আসামীকে অদ্যই বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে।