আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রীসেবায় চালু হলো হেল্প ডেস্ক

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার)ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে যাত্রীদের কাছ থেকে ভ্রমণ কর বাবদ বিপুল পরিমাণ রাজস্ব আয় করলে কাঙ্খিত যাত্রীসেবা না পাওয়ার অভিযোগ দীর্ঘদিনের। এ অবস্থায় আধুনিক যাত্রীসেবা প্রদানের লক্ষ্যে বেসরকারিভাবে খোলা হয়েছে হেল্প ডেস্ক। বুধবার (২৩ আগস্ট) দুপুরে ভার্চুয়ালি হেল্প ডেস্কটির উদ্বোধন করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোঃ জিল্লুর রহমান।দেশের স্থলবন্দরগুলোর মধ্যে প্রথমবারের মতো আখাউড়া স্থলবন্দরে এ হেল্প ডেস্ক খুলেছে টুয়েলভ ইভেন্টস মিট গ্রেট এসিস্ট নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান।

যাত্রীরা সীমিত ফি দিয়ে বাগীকার, হুইলচেয়ার ও ট্রলি সার্ভিসসহ অন্যান্য সেবা নিতে পারবেন ডেস্ক থেকে।

উদ্বোধনী অনুষ্ঠানে হেল্প ডেস্ক স্থাপনকারী প্রতিষ্ঠানের লোকজন ছাড়াও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা হাবিবুল্লাহ খান, স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট সামাউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার অংগ্যাজাই মারমা বলেন, এই প্রথম আখাউড়া স্থলবন্দরের যাত্রীসেবা বৃদ্ধিতে একটি হেল্প ডেস্ক উদ্বোধন করা হয়েছে। আমাদের এই স্থলবন্দর আধুনিক পরিসেবায় প্রবেশ করেছে। এই পরিসেবার মাধ্যমে আমরা আশা করছি যাত্রীরা এখন সহজেই পারাপার করতে পারবে। যাত্রীদের নিরাপত্তায় এই হেল্প ডেস্কে সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে বলে আশা করছি।উল্লেখ্য, স্থলপথে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। প্রতিদিন এ বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে গড়ে ৮০০ পাসপোর্টধারী যাত্রী পারাপার করেন ।

পোস্টটি শেয়ার করুনঃ