আখাউড়ায় ১০ মামলার আসামী ইব্রাহীম ২০ বোতল স্কাফ সিরাপ সহ গ্রেফতার
লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)
আপডেটঃ আগস্ট ২২, ২০২৩ | ৭:১১
97 ভিউ
আখাউড়ায় ১০ মামলার আসামী ইব্রাহীম ২০ বোতল স্কাফ সিরাপ সহ গ্রেফতার
লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার)ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পুলিশের বিশেষ অভিযানকালে এসআই মোঃ হারুন অর রশিদ, অফিসার এএসআই মোঃ ইসমাইল হোসেন ও একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২১/০৮/২০২৩ তারিখ, রাত অনুমান ০৭.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন আখাউড়া দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা আসামী মোঃ ইব্রাহীম খলিল উল্লাহ এর উত্তর ভিটির বসত ঘরের পশ্চিম পাশের রুম হইতে মাদকদ্রব্য (বিশ) বোতল স্কাফ সিরাপ সহ মোঃ ইব্রাহীম খলিল উল্লাহ(৩২), কে হাতে নাতে গ্রেফতার করা হয়েছে, পিতা-মৃত আবু তাহের, সাং-বড় কুড়িপাইকা, ইউপি-আখাউড়া দক্ষিণ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বেও ০৮টি মাদকদ্রব্য আইনের মামলা ও ০২টি অন্যান্য ধারায় মামলা সহ সর্বমোট ১০টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম জানান,গ্রেফতারকৃত আসামীকে অদ্যই বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে।