আখাউড়ায় পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ও ২০ বোতল বিয়ার সহ গ্রেফতার ৩

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার)ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া অভিযানকালে এসআই(নিরস্ত্র) মোঃ আনিসুজ্জামান, এএসআই(নিরস্ত্র) মোঃ আলমগীর হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং-১৮/০৮/২০২৩ তারিখ রাত ০৯.৩০ ঘটিকার সময় আখাউড়া থানাধীন ১নং মনিয়ন্দ ইউপিস্থ, মিরপুর শিকারমুড়া হইতে মিরপুর গামী রাস্তার উপর মিরপুর ব্রীজের পশ্চিম পাশে আমির হোসেন এর বাড়ির সংলগ্ন পাকা রাস্তার উপর হইতে মাদকদ্রব্য (দুইশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ আসামী ১। জিলানী মিয়া(২৩), পিতা-ময়নাল হক, মাতা-আনোয়ারা বেগম, গ্রাম-মনিয়ন্দ(দক্ষিনপাড়া), ২নং ওয়ার্ড,২। মোঃ জনি খন্দকার(২৩), পিতা-সিরাজুল হক খন্দকার, মাতা-পারভীন বেগম, গ্রাম-মনিয়ন্দ(মধ্যপাড়া), উভয় ইউপি-মনিয়ন্দ, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।

অপর অভিযানকালে এসআই মোঃ মশিউর রহমান খান, এসআই নুপুর কুমার দাশ, এএসআই মোঃ শাহজাহান সেখ ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং-১৮/০৮/২০২৩ তারিখ, রাত ১০.৩০ ঘটিকা সময় আখাউড়া থানাধীন বাউতলা দক্ষিনপাড়া গ্রামের মৃত সেলিম মিয়ার বাড়ির সামনে ইটের রাস্তার উপর হইতে মাদকদ্রব্য (বিশ) বোতল কিং ফিসার বিয়ার সহ আসামী মোঃ জনি মিয়া(২৮), পিতা-শাহজাহান মিয়া, মাতা-রাফিয়া বেগম, গ্রাম-বাউতলা(সিএনজি স্ট্যান্ডের পশ্চিমে), ইউপি-মোগড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মনবাড়িয়া। তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। আসামীর বিরুদ্ধে ইতিপূর্বেও ৩টি মাদক মামলা রহিয়াছে।

অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম জানান,
গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পোস্টটি শেয়ার করুনঃ