আখাউড়ায় গ্রেফতারি পরোয়ানাই গ্রেফতার ৫
আখাউড়ায় গ্রেফতারি পরোয়ানাই গ্রেফতার ৫
লায়ন রাকেশ কুমার ঘোষ
(স্টাফ রিপোর্টার)
ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পুলিশের বিশেষ অভিযানকালে এসআই/ নিজাম উদ্দিন, এসআই/নুপুর কুমার দাশ, এএসআই/আল আমিন, এএসআই/উৎপল দেওয়ান, এএসআই/রনি বড়ুয়া ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ইং-০২/০৮/২০২৩ইং তারিখে অভিযান পরিচালনা করিয়া আখাউড়া থানা এলাকার আসামীদের নিজ নিজ বাড়ি হইতে জিআর-২৪/২৩ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০১। আসামী সৌখিন(২০), পিতা-সিরাজুল ইসলাম, সাং-রাধানগর দাস পাড়া, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, দক্ষিনখান থানার মামলা নং- ৩৩(১০)২২ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ০২। মোঃ শাওন প্রকাশ কালু, পিতা- মৃত দেলোয়ার হোসেন, সাং- দূর্গাপুর থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবড়িয়া, দায়রা মামলা নং- ১০৮৫/২১, জিআর-৪৭৬/২০ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ০৩। মোঃ জামাল, পিতা- মৃত আঃ রশিদ, সাং- আমোদাবাদ, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, জিআার-২৫৩/২১ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ০৪। মোঃ মোস্তাক ভূইয়া, পিতা- মৃত ছোট্ট মিয়া, সাং- মনিয়ন্দ পূর্ব পাড়া, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবড়িয়া, দায়রা মামলা নং-৪১৪/১৮, জিআর-১৮১/১৭ এর গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামী ০৫। ফরহাদ খাদেম, পিতা- মৃত মাহমুদ খাদেম, সাং- খরমপুর পূর্বহাটি, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। এদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে অদ্যই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।