আখাউড়ায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা সহ গ্রেফতার ১ মাদক ব্যবসায়ী
লায়ন রাকেশ কুমার ঘোষ ( স্টাফ রিপোর্টার)
আপডেটঃ সেপ্টেম্বর ২২, ২০২৩ | ৫:৪২
60 ভিউ
আখাউড়ায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে ২০ কেজি গাঁজা সহ গ্রেফতার ১ মাদক ব্যবসায়ী
লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার)ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া পুলিশের বিশেষ অভিযানে এসআই মোঃ হারুন অর রশীদ সঙ্গীয় অফিসার এএসআই উৎপল দেওয়ান ও সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ২১/০৯/২০২৩ ইং তারিখে রাত ১১টা, ৪৫ ঘটিকার সময় আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তুলাই শিমুল আসামী জাহাঙ্গীর খন্দকার এর বসত ঘরের ভিতর মধ্য রুমের টিনের ড্রামের ভিতর হইতে মাদকদ্রব্য ২০ কেজি গাঁজা সহ মোঃ জাহাঙ্গীর খন্দকার (৫৫), পিতা-মৃত নুরুল হক খন্দকার, মাতা-মৃত রাশিদা বেগম, সাং-তুলাই শিমুল (মধ্য পাড়া), ৯নং ওয়ার্ড, মনিয়ন্দ ইউনিয়ন, থানা-আখাউড়া, জেলা-ব্রাহ্মণবাড়িয়া। তাকে হাতে নাতে গ্রেফতার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। উল্লেখ্য যে, আসামী জাহাঙ্গীর খন্দকার এর বিরুদ্ধে ইতিপূর্বে ০২ টি মাদক মামলা রয়েছে।আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আসাদুল ইসলাম জানান,গ্রেফতারকৃত আসামীকে অদ্যই বিজ্ঞ আদালতে পেরন করা হয়েছে। এবং মাদকের বিরুদ্ধে প্রতিদিন দিনে রাতে ২৪ ঘন্টা অভিযান চলমান।