আওয়ামীলীগের মোস্তফা রশিদী সুজা ছিলেন দক্ষিণ বাংলার সিংহ পুরুষ: রূপসায় এ্যাড সুজিত অধিকারী

আজিজুল ইসলাম, খুলনা।

খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত অধিকারী বলেছেন এসএম মোস্তফা রশিদী সুজা ছিলেন দক্ষিণ বাংলার সিংহ পুরুষ। রাজনৈতিক অঙ্গনে তার বিচরণ ছিলো তৃনমূল পর্যায়ে। তাই তার স্থান ছিলো তৃনমুল নেতাকর্মীদের মনিকোঠায়। রাজনীতিতে তার হাতে হাতখড়ি হয়নি খুলনায় এমন কম নেতায় আছেন। তিনি ছিলেন খুলনা জেলা আওয়ামীলীগ সহ দক্ষিনাঞ্চলে মানুষের আশ্রয়ের স্থল। তিনি একাধারে ছিলেন ক্রীড়া সংগঠক,পরোপকারী ও অকুতোভয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তার মৃত্যুতে দক্ষিণ অঞ্চল যা হারিয়েছে তা কোনোদিন পূরন হবে না। তার আদর্শকে লালন করে আমাদের সকল পর্যায়ের নেতাকর্মীদের পথ চলতে হবে। তিনি আজ ২৬ জুলাই বাদ আসর রূপসা উপজেলা আওয়ামীলীগ আয়োজিত জেলা আওয়ামীলীগের প্রয়াত সাধারণ সম্পাদক,সাবেক হুইপ এস এম মোস্তফা রশিদী সুজার ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আওয়ামীলীগ কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ কামাল উদ্দিন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুর রহমান রিপন,সাংগঠনিক সম্পাদক সুজাপুত্র খালেদীন রশিদী সুকর্ন,শ্রম বিষয়ক সম্পাদক মোল্যা মোজাফফর হোসেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলুর পরিচালনায় বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের সদস্য শাহিনা আক্তার লিপি, জামিল খান,অমিয় অধিকারী,সাবেক জেলা আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আয়ূব মল্লিক বাবু, আরিফুর রহমান মোল্যা,খান শাহাজাহান কবীর প্যারিস, মোর্শেদুল আলম বাবু,সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্র,রকিব উদ্দীন,দপ্তর সম্পাদক আকতার ফারুক, কোষাধ্যক্ষ সেলিম মোল্যা,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আঃ গফুর খান,আওয়ামীলীগ নেতা স,ম জাহাঙ্গীর,সোহেল জুনায়েদ,গোপাল চন্দ্র মন্ডল, আল মামুন সরকার,মনিরুজ্জামান মনি,কামাল হোসেন বুলবুল,বিনয় কৃষ্ণ হালদার, আরিফুজ্জামান লিটন,সাবেক জেলা যুবলীগ নেতা আজিজুল হক কাজল,রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এবিএম কামরুজ্জামান,আওয়ামীলীগ নেতা মঈনউদ্দীন শেখ, রবিউল ইসলাম ফকির,চঞ্চল অধিকারী, মোল্যা তাহিদুল ইসলাম,হাবিবুর রহমান,কৃষকলীগ নেতা আঃ মান্নান শেখ,শ্রমিকলীগ নেতা আশরাফ আলী রাজ, মাধূরী সরকার,জাকির হোসেন, আঃ রাজ্জাক শেখ,সৈয়দ আরিফুর রহমান,ব্রজেন দাস,প্রদীপ বিশ্বাস, উজ্জল দাস,হারুন আর রশীদ,বাসুদেব রায় চৌধূরী, বাদশা মিয়া,সুব্রত বাকচী,আজিজুল ইসলাম ,মহিদুল শেখ,খান জাহিদ হাসান,হামিম কবীর রূবেল,রেজাউল ইসলাম রেজা,মোঃ অয়ন,হোসাইন কবীর সজল, আরাফাত হোসেন সাকিব, সোহেল পারভেজ,যুবলীগ নেতা রবিউল ইসলাম, রবিউল ইসলাম,আবুল কালাম আজাদ, শাহনেওয়াজ কবীর টিংকু,রতন মন্ডল, খায়রুজ্জামান সজল,সাইফুল ইসলাম শাওন,হায়দার শেখ,আরিফ তালুকদার,তাপস বিশ্বাস,ছাত্রলীগ নেতা ইয়াসির আরাফাত খান,আশিকুজ্জামান তানভির, শিমুল দেবনাথ,আবির হোসেন হৃদয়,রূদ্রনীল হালদার শুভ, সোহেল রানা,হোসেন শেখ, আঃ আজিজ শেখ, নাহিদ হোসেন,রেশমা বেগম,রনজিত হাদলদার, লিপিকা দাস,রঞ্জু হালদার, সেলিম বাবু,আঃ রশিদ,খান মারুফ হোসেন,মুরাদ শেখ,নীলমনি বিশ্বাস,প্রদীপ দাস,সাকিব খান মিলন, সাজ্জাত হোসেন,সাদ্দাম হোসেন, ইমন প্রমূখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মোঃ কামরুজ্জামান।

পোস্টটি শেয়ার করুনঃ