অবশেষে খুলনার পাইকগাছায় জন্ম নেওয়া পাগলির শিশু সন্তানের দায়িত্ব গ্রহন
প্রধান নির্বাহী সম্পাদক, ওলি উল্লাহ
পাইকগাছার পাগলীর গর্ভে জন্ম নেওয়া শিশু সন্তানের আজীবনের দায়িত্ব নিলেন নিঃসন্তান দম্পত্তি পটুয়াখালীর।
গত কাল ইং ১৪ জুন বুধবার দুপুর ২টায় পাইকগাছা উপজেলা শিশু কল্যাণ বোর্ডের এক জরুরী সভায় সিদ্ধান্ত অনুযায়ী পাগলীর গর্ভে জন্ম নেওয়া শিশু সন্তানকে পটুয়াখালী সদরের নিঃসন্তান দম্পত্তির কাছে চির জীবনের জন্য লালনের জন্য তুলে দেওয়া হয়।
গত ৩১ মে দুপুর ২ টার সময় উপজেলার গড়ইখালীতে এক পাগলীর গর্ভে ছেলে সন্তান জন্ম নেয়।
পরে সেখানে খবর শুনে ছুটে যান উপজেলা নির্বাহী অফিসারের সমাজসেবা দপ্তর ও গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু’র সার্বিক সহযোগিতায় প্রসুতি পাগলী ও নবজাতক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মা ও সন্তানকে তৎক্ষনিক দেখাশোনার দায়িত্ব নেয় গড়ইখালীর একটি পরিবার।
পরে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের একটি জরুরী সভা করা হয়। জরুরী সভায় প্রাথমিকভাবে পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ওই পরিবারের অধীনে রাখা হয় পাগলী ও তার সন্তানকে।
ইতোমধ্যে শিশু সন্তানের লালন পালনের দায়িত্ব নিতে উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন অনেকে।
সর্ব শেষ বুধবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
সভায় আবেদনকারীদের আবেদন যাচাই-বাছাই শেষে শিশু সন্তানের ভবিষ্যৎ চিন্তাচেতনায় পটুয়াখালী সদরের স্বচ্ছল নিঃসন্তান দম্পত্তির নিকট শিশু সন্তানটি হস্তান্তরের সিদ্ধান্ত গৃহিত হয়।
বিভিন্ন শর্তে চুক্তির মাধ্যমে শিশু সন্তানটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
এ বিষয় উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান নিশ্চিত করেছেন।